দৈনন্দিন জীবনে স্মার্টফোন খুব দরকারি একটি গ্যাজেট। আর
প্রায়শই হঠাৎ এর চার্জ শেষ হয়ে যায় এবং দ্রুত চার্জ করার দরকার পড়ে।
দ্রুত চার্জ করার সহজ কিছু টিপস এখানে দেয়া হল-
সংক্ষিত সময়ে মোবাইলে দ্রুত চার্জ দেয়ার জন্য চার্জারের সঙ্গে
আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু থাকলে তা
বন্ধ করে দিন।
আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান।
ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পেতে পারেন।
দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কতখানি
চার্জ হচ্ছে তা বারবার না দেখা। ব্যাকলিট ও ডিসপ্লে যথেষ্ট পরিমাণ
চার্জ নেয়। তাই বারবার কতখানি চার্জ হচ্ছে তা দেখতে গেলে
ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
স্মার্টফোন দ্রুত চার্জ করার উপায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন