সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশে নতুন পণ্য আনার ঘোষণা এসারের

বাংলাদেশের
বাজারে নতুন ও সম্পূর্ণ পরিসরের
ডিভাইস নিয়ে আসছে বিশ্বের
অন্যতম প্রযুক্তি পণ্য নির্মাতা
এসার। রোববার রাজধানীর এক
হোটেলে অনুষ্ঠিত সংবাদ
সম্মেলনে এসার প্রতিনিধিরা
জানান, প্রযুক্তি পণ্যে যেসব
ক্রেতারা নতুন ও বেশি কিছু
খুঁজছেন তাদের চাহিদা পূরণ করেই
নতুন পণ্য তৈরি করেছে এসার। খুব
শীঘ্রই এসব পণ্য বাংলাদেশের
বাজারে আসবে।
সম্প্রতি নিউইয়র্কের ওয়ার্ল্ড
ট্রেড সেন্টারে ‘নেক্সট এট এসার’
শীর্ষক গ্লোবাল সংবাদ সম্মেলনে
কোম্পানিটি ওয়ার্ক অ্যান্ড
প্লের ভাবনায় নকশা করা
স্বয়ংসম্পূর্ন ডিভাইস অবমুক্ত
করে। সেখানে জানানো হয়,
উৎপাদনশীলতা, শিক্ষা, বিনোদন,
খেলাধুলা ও সংযোগের মতো
জীবনের নির্দিষ্ট দিকগুলো
বিবেচনায় রেখে পণ্য ডিজাইনে
মূল্যবান বৈশিষ্ট্যের সমন্বয়
করেছে এসার। এতে পণ্যে আরো
বেশি কিছু খুঁজছেন এমন
ক্রেতারা সন্তুষ্ট হবেন।
বাংলাদেশের সংবাদ সম্মেলনে
উপস্থিত এসার ইন্ডিয়ার চিফ
মার্কেটিং অফিসার এস
রাজেন্দ্রান বলেন, আমরা বিশ্বাস
করি প্রশ্ন করার মাধ্যমে আরো
উন্নত পণ্য তৈরি করা সম্ভব।
ক্রেতাদেরকে বুঝতে আমরা এই
কাজটিই করে আসছি। ফলে আমরা
ক্রেতা উপযোগী পণ্য ও সমাধান
তৈরি করতে পারছি যা বাস্তবেই
তাদের প্রয়োজন মেটাতে পারছে।
বাংলাদেশে এসারের নব-নিযুক্ত
বিজনেস হেড পিনাকী
ব্যানার্জী বলেন, প্রযুক্তির
প্রতি বাংলাদেশের মানুষের
আগ্রহ ও ভাললাগা খুবই বেশি।
আমরা এসারের সর্বশেষ ও
সর্বাধুনিক প্রযুক্তির পণ্যগুলো
এদেশের ক্রেতাদের কাছে সর্বদাই
সহজলভ্য করতে কাজ করে যাব।
সংবাদ সম্মেলনে এসারের এক থেকে
একশত ইঞ্চির সম্পূর্ণ পরিসরের
নকশা করা বিভিন্ন পণ্য উপস্থাপন
করা হয়। নতুন এসব পণ্যের মধ্যে
রয়েছে নোটবুক, কনভার্টিবলস,
প্রজেক্টর, ডেস্কটপ মনিটর,
ট্যাবলেট এবং টু-ইন-ওয়ান। এসারের
বাংলাদেশ পরিবেশক
এক্সিকিউটিভ টেকনোলজিস
লিমিটেডের জেনারেল
ম্যানেজার সালমান আলী খান
জানান, এসারের এসব নতুন পণ্য খুব
শীঘ্রই বাংলাদেশে অবমুক্ত
হওয়ার বিষয়টি এদেশের ক্রেতাদের
জন্য দারুণ এক মূহুর্ত হবে।
এসার কর্মকর্তারা জানান,
ডিভাইসভেদে কনসিসটেন্ট ইউজার
ইন্টাফেইসের জন্য স্মার্টফোন,
ট্যাবলেট, নোটবুক এবং ডেস্কটপের
সকল নতুন ব্যাক-টু-স্কুল সিজন
উইন্ডোজ পণ্যগুলোকে
বিনামূল্যে উইন্ডোজ ১০ এ
উন্নীতকরণের সুবিধা দেবে এসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন