সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

জনপ্রিয়তার শীর্ষে ফেসবুক অ্যাপ

মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোনে সর্বাধিক ইনস্টল করা অ্যাপগুলোর মধ্যে এক নম্বর স্থানটি এবছরও ধরে রাখতে চলেছে ফেসবুক। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন। তবে ফেসবুকের মোবাইল মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার ২০১৫ সালের সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করা অ্যাপ।
মানুষ ক্রমেই পাবলিক সোশ্যাল নেটওয়ার্কিং থেকে প্রাইভেট কমিউনিকেশনে স্থানান্তর হচ্ছে এটা আঁচ করতে পেরে ফেসবুক ২০১৪ সালের শেষের দিকে ব্যবহারকারীদের মেসেঞ্জার ইনস্টল করতে বাধ্য করে। আর সেই মাস থেকেই অ্যাপটি অ্যাপ স্টোরের তালিকায় সর্বাধিক ইনস্টল হওয়া অ্যাপ। ২০১৫ সাল জুড়ে মেসেঞ্জারের বিস্তৃতি বেড়েছে রেকর্ড পরিমাণ। প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল অপেক্ষা ৩১ শতাংশ ব্যবহারকারী বেড়েছে অ্যাপটিতে।
অ্যাপল মিউজিক অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাও খুব দ্রুত পরিমাণে বাড়ছে। গত বছরের তুলনায় অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ২৬ শতাংশ পরিমাণ বেড়েছে।
ব্যবহারকারী বৃদ্ধির মানে ফেসবুকে প্রত্যেক মাসে অন্তত ১২৬ মিলিয়ন ব্যবহারকারী বেড়েছে যা পূর্বেকার বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। আর ইউটিউবে প্রত্যেক মাসে অন্তত ৯৭ মিলিয়ন ব্যবহারকারী বেড়েছে যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।
ফেসবুক গত মাসে জানায়, সাইটটিতে বিশ্বব্যাপী ১.৩৯ বিলিয়ন মোবাইল ব্যবহারকারী আছে। প্রত্যেক বছর ২৩ শতাংশ করে সাইটটিতে ব্যবহারকারী বাড়ছে। আর প্রত্যেক মাসে আমেরিকা, কানাডাতে ২১৭ মিলিয়ন (শুধুমাত্র মোবাইল ইউজার নয়) অ্যাক্টিভ ইউজার আছে সাইটটিতে।
২০১৫ সালের অন্যান্য শীর্ষ অ্যাপগুলোর মধ্যে ৯৫.০ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে গুগল (সার্চ), ৮৯.৭ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে গুগল প্লে, ৭৫.১ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে গুগল ম্যাপস, ৫৫.৪ মিলিয়ন নিয়ে ইনস্টাগ্রাম, ৪৪.৪ মিলিয়ন নিয়ে অ্যাপল ম্যাপস তালিকায় আছে।
সূত্র: টেক ক্রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন