মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫

এবার নেপালে বিনামূল্যে কল- এসএমএস সেবা চালু করলো রবি

ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ে হতাহতদের খবরাখবর নিতে এবার
বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল ও এসএমএস সেবা চালু করেছে দেশের
অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে। আজ মঙ্গলবার সকাল ৮টা
থেকে ৪৮ ঘন্টার জন্য এই সুবিধাটি কার্যকর থাকবে।
এর আওতায় রবি’র সকল প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা নেপালে বা নেপাল থেকে
বিনামুল্যে কল ও এসএমএস করার সুবিধা গ্রহণ করতে পারবেন।
২৫ এপ্রিল, শনিবার ২০১৫ নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রবি এ
সেবা চালু করলো যাতে গ্রাহকরা সহজে দেশটিতে অবস্থানরত তাদের বন্ধু-বান্ধব ও
আত্মীয়-স্বজনের খোঁজ নিতে পারেন এজন্য এই সুবিধাটি এনেছে রবি।
এ ব্যাপারে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন,
“দুর্যোগের এই মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রবি বিনামূল্যে কল ও এসএমএস
পাঠানোর সিদ্ধান্তটি গ্রহণ করেছে। এতে দেশজুড়ে আমাদের গ্রাহকরা সহজে
নেপালে অবস্থানরত তাদের আপনজনের সাথে যোগাযোগ রাখতে পারবেন।”
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল করার সুবিধা চালু করে
দেশের আরেক মোবাইল অপারেটর এয়ারটেল। প্রতিষ্ঠানটি ভারত থেকেই নেপালে
বিনামূল্যে কল করার সুবিধা চালু করেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন