সম্প্রতি উন্মুক্ত হওয়া গ্যালাক্সি এস৬ এবং এস৬ এজ স্মার্টফোন প্রযুক্তি
বিশ্বে আলোড়ন তুলেছে। এই ফোনের রয়েছে বেশ কিছু ভালো ফিচার।
যে ভালো বৈশিষ্টের জন্য এই ফোনটিকে নিঃসন্দেহে ভালো বলা যায়
সেগুলো দেয়া হল-
স্যামসাং গ্যালাক্সি এস৬ এজে আগের সময় নষ্ট করা ফিঙ্গারপ্রিন্ট
স্ক্যানার আর দেওয়া হয়নি। তবে রয়েছে টাচ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
আঙুলের ছাপ রেকর্ড করে রাখবে এটি।
নতুন ফোনটিতে সনি আইএমএক্স২৪০ এর ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
নোট ৪-এ এই ক্যামেরা থাকলেও নতুন ফোন দুটোতে আরো উন্নত এফ১.৯ লেন্স
যুক্ত হয়েছে।
এস৬ এজ এর দুই পাশের বাঁকানো পর্দা কিছু বেশি সুবিধা দেবে এস৬ এর চেয়ে।
নোটিফিকেশন, সময় এবং সাম্প্রতিক যোগাযোগগুলো পর্দা না ঘেঁটেই দেখে
নেয়া যাবে। এর বাঁকানো অংশের হালকা একটা আলো গোটা পর্দায় ছড়িয়ে
থাকবে যা বিশেষ কয়েকটি নম্বর প্রদর্শন করবে।
স্যামসাংয়ের নিজের এক্সিনস ৭৪২০ চিপসেট ব্যবহার করা হচ্ছে। এর মাল্টি-
কোর প্রসেসর অ্যাপলের এ৮ চিপ এর চেয়ে ৫৬ শতাংশ বেশি দ্রুত। এটি কোয়ালকম
স্ন্যাপড্রাগন ৮১০ চিপের চেয়ে ১৫ শতাংশ বেশি দ্রুততর।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
স্যামসাং গ্যালাক্সি এস৬' ভালো দিকগুলো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন