মোবাইলফোন অপারেটর রবি আন্তর্জাতিক
রিচার্জ সেবা চালু করেছে। এ সেবা চালু হওয়ায় অস্ট্রেলিয়া,
মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে বসবাসরত
প্রবাসীরা তাদের প্রিয়জনের জন্য যে কোনো সময় রিচার্জ
করার সুযোগ পাবেন।
বিদেশ থেকে যে পরিমাণ অর্থ মোবাইলে রিচার্জ করা হবে তা
বাংলাদেশি মুদ্রায় (টাকা) রূপান্তর হয়ে তাৎক্ষণিকভাবে রবি
গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। টাকা স্থানান্তরের আগে
রিটেইলার রিচার্জকারীকে বাংলাদেশি টাকায় কত টাকা হবে তা
জানিয়ে দেবেন। রিচার্জ করা টাকার পরিমাণ, অর্থ
স্থানান্তরের পর রিচার্জকারীকে যে প্রিন্টেড রসিদ সরবরাহ
করা হবে তাতেও উল্লেখ থাকবে। এসএমএস বা ইউএসএসডি
কোডের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে প্রি-পেইড
মোবাইলে ক্রেডিট ট্রান্সফার করা যাবে।
রিচার্জ সম্পন্ন হওয়ার পর রবি ও ডিজিকনের মাধ্যমে প্রেরক
ও প্রাপক উভয়কেই দ্রুততম সময়ে এসএমএসের মাধ্যমে
জানানো হবে।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
রবির আন্তর্জাতিক এয়ারটাইম রিচার্জ সেবা চাল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন