আমি আর আমার এক ফ্রেন্ড
চকবাজারে একটা মার্কেট থেকে
বের হচ্ছি। হঠাৎ একটা লোক এসে হাতে
একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, "
ভাইয়া এটা নতুন চাইনিজ
রেস্টুরেন্ট খুলছি। দুই তলায়। এটা
আমাদের রেস্টুরেন্টের কার্ড।
আপনাদের যদি ইচ্ছে হয় আমার সাথে
একটু আসেন দেখে যান।"
ছেলেটি এত স্মার্টলি বলল যে না
করতে পারলাম না। আমার
ফ্রেন্ডটাও বলল, " চল দেখে আসি।
নতুন যখন খুলছে।"
লোকটি আমাদের ২য় তলায় নিয়ে
রেস্টুরেন্ট এ নিয়ে গেলেন।
যেতে যেতে লোকটি বললেন, "ভাইয়া
এখনো পুরোপুরি রেডি হয়নি। কয়েক
দিনের মধ্যে পুরো রেডি হয়ে যাবে।
তবে উদ্বোদন হয়ছে। ইচ্ছা করলে
গার্লফ্রেন্ড নিয়ে আসতে
পারেন!!!"
আমি দেখেই ত অবাক। এত সুন্দর মনোরম
পরিবেশ!!! ঢুকেই নিজের হাতটাকেই
দেখতে পাচ্ছি না। এতই অন্ধকার!!!!
পর্দা দিয়ে ঘেরা করে করে পুরো
রেস্টুরেন্ট টা কেই কয়েকটা
রুমের মত ভাগ করা হয়ছে!!
একটা পর্দার মধ্য একটা টেবিল এন্ড
বসার চেয়ার ও একটা। বসার চেয়ার টাও
লম্বায় টেবিলের সমান।
লোকটি বলল, "ভাইয়া
গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন,
কোন সমস্যা নাই।"
ছেলে ফ্রেন্ড নিয়া আসতে পারব
কিনা জিজ্ঞেস করতে গিয়াও
থেমে গেলাম। পাছে আবার অন্য
কিছু ভেবে বসে তাই!!
আসার সময় পাশে একটা রুম দেখিয়ে
বললেন, " ভাইয়া ইচ্ছা করলে বন্ধু-
বান্ধব মিলে এই রুমটা কয়েকঘন্টার
জন্য পুরো ভাড়া করতে পারবেন!!!"
জীবনের প্রথম এইরকম রেস্টুরেন্ট
দেখে নিজেই নিজে লজ্জিত হলাম।
(আগে অনেক শুনছি)
এরা কি মানুষ?? এরা কিভাবে পারে
টাকার জন্য এভাবে আমাদের
প্রজন্মটাকে ধ্বংস করার
ব্যাবস্থা করতে???
কোথায় আমাদের সমাজ? আমাদের
অভিভাবকরা?? আপনারা কি এসব
দেখেন না??
কি দিয়েছেন আমাদের আপনারা?
স্বাধীনতার ৪৪ বছরেও পারেন নি
সুষ্ঠ সমাজ গডে তুলতে। পারেন নি
দেশকে এগিয়ে নিতে।
পেরেছেন আমাদের মেধাহীন করে
রাখতে।
পেরেছেন আমাদের প্রজন্মটাকে
একটা জারজ প্রজন্ম হিসেবে রেখে
যাওয়ার ব্যাবস্থা করতে।
আমি জানি এখানে প্রতিনিয়ত
সম্ভ্রম হারাবে কারো না কারো
বোন, কারো না কারো মেয়ে। হয়ত
আমারও!!
তারপর ও আমি চুপ! কারন
আমি একা। আমরা একা। আমরা সবাই
মিলেও একা!!!
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
টাইমস বিডি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন