দি টাইমস্ নিউজ ডেস্ক ॥ এমন খবরে
যে কেও আশ্চর্য না হয়ে পারবেন না।
আর তা হলো বঙ্গোপসাগরে ভাসছে
মালয়েশীয়ার সেই নিখোঁজ বিমান!
আসলেও কি তাই?
গত বছর মার্চ মাসে নিখোঁজ হয়
মালয়েশীয়ার যাত্রীবাহী বিমান
এমএইচ ৩৭০। সেই বিমানটি নাকি
বঙ্গোপসাগরে ভাসছে! এমন এক
আজগুবি দাবি করলেন অনুসন্ধানকারী
দলের এক বিশেষজ্ঞ। বিমান প্রযুক্তি
বিশেষজ্ঞ ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে
অনুসন্ধানের কাজ করে আসছেন। ওই
ব্যক্তি জানিয়েছেন, ওই ভগ্নাবশেষ
উদ্ধার করে ১.৩ মিলিয়ন পাউন্ড
পেলে তবেই তিনি ওই অংশ উদ্ধার
করতে সহযোগিতা করবেন।
মালয়েশীয়ার বিমানটি নিখোঁজ
হওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে
তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। কিন্তু
সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
অ্যান্দ্রে মিলনে নামে ওই
বিশেষজ্ঞ দাবি করেছেন যে, ভারত
এবং মালয়েশীয়ার মাঝের অংশে
বঙ্গোপসাগরে ভাসছে বিমানের
কিছু টুকরো। এই ব্যক্তি চান, মানুষ
টাকা দিয়ে একটা তহবিল তৈরি করুন
এবং প্রত্যেককে ৬.৭০ টাকা করে
দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ২৩৯ জন
যাত্রী নিয়ে নিখোঁজ হয়
মালয়েশীয়ার বিমান এমএইচ ৩৭০।
আজও সেই বিমানের কোনো খোঁজ
মেলেনি।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
বঙ্গোপসাগরে ভাসছে মালয়েশীয়ার সেই নিখোঁজ বিমান!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন