হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি
সকলে ভালো আছেন, বর্তমান বিশ্বে সোশ্যাল
মিডিয়া একটি খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম,
যেটার মাধ্যমে আপনি আপনার কমিনিটির সকলের
সাথে সংযোগ স্থাপন করতে পারেন। এখানে
আপনি আপনার ভালো লাগা, আপনার কিছু
ভালো লাগা মুহূর্ত ইত্যাদি অনেক কিছু যেটা
আপনি ইন্টারনেট এর মাধ্যমে সকলের কাছে
শেয়ার করতে পারবেন। বর্তমানে ওয়েব দুনিয়ায়
বেশ কিছু সাড়া জাগানো সোশ্যাল মিডিয়া ওয়েব
সাইট আছে তার ভিতর থেকে সেরা ৫ টি সোশ্যাল
মিডিয়া ওয়েব সাইট এর সাথে আজ আমরা
পরিচিত হব
ফেসবুক
বর্তমানে সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুক সবার
উপরে আছে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি এটা
প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাস্ট এর মেনলো
পার্ক ক্যালিফোর্নিয়া এর প্রধান অফিস। ফেসবুক
প্রথমে ২০০৪-০৫ সালে মার্কিন যুক্তরাস্ট
পরিচালিত হয় তারপর ২০০৫ সাল থেকে বর্তমান
সময় ধরে সারা পৃথিবী জুড়ে পরিচালিত হচ্ছে।
মার্ক জুকারবার্গ এটার প্রধান নির্মাতা জিনি
একজন কম্পিউটার প্রোগ্রামার। ওনার সাথে ছিল
Eduardo Saverin, Andrew McCollum, Dustin
Moskovitz, Chris Hughes. ফেসবুকের প্রধান
নির্বাহী ও চেয়ারম্যান হল মার্ক জুকারবার্গ
এবং প্রধান অপারেটিং অফিসার Sheryl
Sandberg. এটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক
পরিচালিত একটা প্রতিষ্ঠান। বর্তমানে ফেসবুকে
১০,০৮২ জন বেক্তি কর্মরত আছে এবং খুব জনপ্রিয়
এই সোশ্যাল মিডিয়াটি সারা পৃথিবীর প্রায়
১.৩৯ বিলিয়ন ব্যবহারকারী আছে যেটা ৩১
ডিসেম্বর ২০১৪ পর্যন্ত
টুইটার
টুইটার একটি অনলাইন সামাজিক নেটওয়ার্কিং
সার্ভিস যেখানে আপনি ১৪০ অক্ষর এর ভিতর
আপনি ম্যাসেজ পাঠাতে কিংবা লিখে সবার
কাছে শেয়ার করতে পারবেন যেটাকে টুইটার এর
ভাষায় টুইট বলা হয়। টুইটার ২০০৬ সালের ২১
মার্চ প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাস্ট এর সান
ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এর প্রধান
কার্যালয়। বর্তমানে টুইটার সারা পৃথিবী
ব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। Jack Dorsey,
Noah Glass, Biz Stone, Evan Williams এই চার জন
মিলে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট টি
গঠন করে।
টুইটারের চেয়ারম্যান বর্তমানে আছেন Jack
Dorsey এবং প্রধান নির্বাহী হিসাবে আছেন
Dick Costolo . টুইটারে এখন প্রায় ৩৬০০ লোক
কর্মরত আছেন। সব দিক মিলিয়ে টুইটার খুব জনপ্রিয়
একটি সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট
লিঙ্কডইন
সোশ্যাল মিডিয়া জগতে লিঙ্কডইন একটি খুব
জনপ্রিয় ওয়েব সাইট। এটা একটা ব্যবসা
ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস যেটা
ডিসেম্বর ২০০২ সালে প্রতিষ্ঠিত এবং ৫ মে ২০০৩
চালু হয়।
লিঙ্কডইন প্রধানত পেশাদারী এবং ব্যবসায়িক
নেটওয়ার্কিং জন্য ব্যবহার করা হয়। ২৫৯ মিলিয়ন
ব্যাবহারকারী এবং ২০০ এর বেশী দেশ ও
অঞ্চলে এটা ব্যাবহার করা হয়। এই ওয়েবসাইট
টি ২০ টির বেশি ভাষা ব্যাবহার করা হয়েছে
ব্যাবহার কারিদের জন্য। Reid Hoffman, Allen
Blue, Konstantin Guericke, Eric Ly, Jean-Luc
Vaillant এই পাঁচ জন মিলে ওয়েবসাইটা তৈরি
করেছে। Reid Hoffman হলেন এর বর্তমান
চেয়ারম্যান এবং Jeff Weiner প্রধান নির্বাহী।
খুব জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া সাইটি
তো বন্ধুরা আশা করি যে ৩ টি জনপ্রিয় সোশ্যাল
মিডিয়া ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয়
করিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো
লাগবে, আজ আর নয় আশা করি আগামিতে আরো
ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে
পারব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন
ধন্যবাদ
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও পারে
ফেসবুক থেকে জানুন সর্বশেষ সংবাদ
ফেইসবুকে হ্যাকিংয়ের শিকার জুকারবার্গ!
ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন টুলস
২০১৩ সালেই ‘ফেসবুক’ স্মার্টফোন বাজারে
আসছে……
ফেসবুক জানিয়েছে বিটিআরসি’র অনুরোধে আর
কোনো আইডি বন্ধ করা সম্ভব না
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
৩ টি সেরা সোশ্যাল মিডিয়া ওয়েব সাইট
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন