বাজারের হাই এন্ড এবং কিছু কিছু মিড
রেঞ্জের ডিভাইসে বর্তমানে হার্ট রেট
মনিটর ফিচারটি অনেক বেশি জনপ্রিয়।
কিন্তু সমস্যা হচ্ছে ঐযে, 'টাকা'। এখন
পর্যন্ত লো এন্ডের কোন স্মার্টফোনে
যেহেতু এই ফিচারটি অ্যাভেইলেবল হয়নি
সেক্ষেত্রে অনেকের ইচ্ছে থাকলেও
এই ফিচারটি ব্যবহার করা হয়ে ওঠেনি।
তবে, আমি আজ আপনাদের সাথে এমন
একটি ছোট্ট ট্রিক শেয়ার করতে যাচ্ছি
যার মাধ্যমে আপনিও আপনার অ্যান্ড্রয়েড
ডিভাইসটিকে হার্ট রেট মনিটর হিসেবে
ব্যবহার করতে পারবেন। কীভাবে? চলুন
জেনে নেয়া যাক।
প্রথমে চলুন, স্মার্টফোনে থাকা এই হার্ট
রেট মনিটরের টেকনোলোজি মূলত
কীভাবে কাজ করে তা জেনে নেয়া
যাক। স্মার্টফোনে থাকা এসকল হার্ট রেট
মনিটরে থাকে পালস অক্সিমিটারস যা
মূলত আমাদের ফিঙ্গারপ্রিন্টের রঙের
পরিবর্তনকে ট্র্যাক করে থাকে। এই রঙের
পরিবর্তন হয়ে থাকে আমাদের স্কিনের
নিচে থাকা পালসেটিং ব্লাডের
কারণে। এই সম্পূর্ণ প্রসিডিউরটিতে মূলত
দরকার হয় একটি লাইট সোর্স এবং একটি
মিজারমেন্ট সফটওয়্যার। তাই, একটি
ক্যামেরা অ্যাপলিকেশনের মাধ্যমে
আমরা এই বেসিককে কাজে লাগিয়ে
আমাদের স্মার্টফোনে যোগ করতে পারি
চমৎকার এই হার্ট রেট মনিটর সিস্টেমটি।
গুগল প্লে স্টোরে আপনি খুঁজলেই
অনেকগুলো হার্ট রেট মনিটর
অ্যাপলিকেশন পেয়ে যাবেন। কিছু কিছু
ফিটনেস ইন্ডাস্ট্রির অ্যাপলিকেশনের
অনেক বড় বড় নামের অ্যাপলিকেশনও
দেখতে পাবেন, যেমন - Runtastic Heart-
Rate Monitor, তবে আমার কাছে যে
অ্যাপলিকেশনটি বিশ্বাসযোগ্য মনে
হয়েছে তা হলো Instant Heart-Rate। এই
অ্যাপলিকেশনটি যে দুটি কারণে আমার
পছন্দের তালিকায় রয়েছে তা হচ্ছে, এটি
চমৎকার ফলাফল দেয়ার সাথে সাথে
ব্যাটারি ড্রেন খুবই কম করে, এবং এই
অ্যাপলিকেশনটি ইন্সটলের সময় পারমিশনও
খুবই কম চায়। এছাড়াও সিম্পল এই
অ্যাপলিকেশনটির আকারও অনেক ছোট।
Instant Heart-Rate অ্যাপলিকেশনটি মূলত
দিনের বিভিন্ন সময় বেশ কয়েকবার একজন
ব্যবহারকারীর হার্ট রেট ট্র্যাক করে
থাকে এবং এই ট্র্যাকিং ইনফরমেশনগুলো
খুব সহজেই ডিটেইলস আকারে
অ্যাপলিকেশনটির টাইম লাইন থেকে
দেখে নেয়া যায়। আপনি ইচ্ছা করলে এই
ট্র্যাক তথ্যগুলো একটি azumio অ্যাকাউন্টে
সংরক্ষণ করতে পারেন, অথবা গুগল ফিটেও
সংরক্ষণের সুবিধা দিয়ে থাকে এই
অ্যাপলিকেশনটি। শুধু হার্ট রেটি মনিটরই
নয়, বরং এই অ্যাপলিকেশনটি অন্যান্য
স্বাস্থ্য বিষয়ক তথ্য দিয়েও আপনাকে
সাহায্য করবে তবে সেই ইনফোগুলো
ভ্যারি করবে আপনার বয়স, ওজন এবং
জেনারেল ফিটনেসের সাথে।
হার্ট রেট মনিটর অ্যাপলিকেশনটি যদি
কাজ করতে করতে স্টাক হয়ে যায় তবে এর
দুটি কারণ হতে পারে,
আপনি খুব ভর দিয়েছেন,
আপনার আঙ্গুল সরে গিয়েছে।
ভালো ফলাফল পাবার জন্য সবচাইতে
ভালো হয় যদি আপনার আঙ্গুল আপনি
আপনার ডিভাইসের ফ্লাসের উপর খুবই
হালকা ভাবে রাখেন এবং প্রসিডিউর
চলাকালীন সময়ে আঙ্গুলের মুভমেন্ট না
হয়। তারপরও যদি স্টাক হয় তবে প্রথম থেকে
না হয় আবার শুরু করুন।
অ্যাপলিকেশনটির একটি ড্রব্যাক সাইড
রয়েছে এবং আসলে এই ড্রব্যাকটি আমরা
যেকোনো ধরণের ফ্রি অ্যাপলিকেশনেই
ফেস করে থাকি এবং তা হচ্ছে এটি
মাঝে মাঝেই আপনাকে পপ আপ অ্যাড
প্রদর্শন করবে, তবে চমৎকার সুবিধা যেহেতু
এই ছোট্ট অ্যাপলিকেশনটি থেকে আমরা
পাচ্ছি সেক্ষেত্রে এইটুকু অসুবিধা সহ্য
করা যায়, কি বলেন? তাছাড়াও আপনারা
যদি চিন্তা করে থাকেন যে এই সমস্যা
থেকে মুক্তি পাবার জন্য আপনারা এর
পেইড ভার্সনটি ব্যবহার করবেন তবে আমার
মনে হয়না এটা কোন ভালো সিদ্ধান্ত
হবে। কেননা, আমি এর পেইড ভার্সনটিও
ব্যবহার করে দেখেছি এবং পেইড
ভার্সনে এক্সট্রা কোন ফিচার আমি
দেখতে পাইনি। তাই আমার মতে, শুধুমাত্র
অ্যাড স্কিপ করার জন্য পেইড
অ্যাপলিকেশনটি কেনার কোন প্রয়োজন
নেই।
অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে
বিনামূল্যেই ডাউনলোড করে নিতে
পারবেন।
ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর।
শেষ কথা:
যারা ভাবছেন যে এটা সম্ভব না বা কাজ
করবে না, তাদের উদ্দেশ্যে বলছি,
আমারও ধারণা তাই ছিল। কিন্তু আমি এর
ফলাফলের সাথে স্যামসাং গ্যালাক্সি
এস ৫ ডিভাইসটির হার্ট রেট মনিটরের
ফলাফল মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ মিল
পেয়েছি। তাই, আশা করি আপনারাও এর
ফলাফলে নিরাশ হবেন না। যাই হোক, আজ
আর নয়, ভালো থাকবেন সবাই।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
শনিবার, ১৩ জুন, ২০১৫
যে কোন স্মার্টফোনকে সহজেই রুপান্তরিত করুন হার্ট রেট মনিটরে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন