শুক্রবার, ২২ মে, ২০১৫

বিশ্বের সব দেশে চালু হচ্ছে ফেসবুকের নিজস্ব ভিডিও-কলিং

জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ
স্কাইপকে টেক্কা দিতে যাচ্ছে
সোশ্যল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
এবার বিশ্বের সব দেশে চালু হচ্ছে
ফেসবুকের নিজস্ব ভিডিও-কলিং
সুবিধা।
গত মাসে প্রথম ফ্রি ভিডিও কলিং
চালু করেছিল ফেসবুক। ইতিমধ্যেই
বেশ কয়েকটি দেশে তা চালু
রয়েছে। এবার সেই সুবিধা বিশ্বের
সব দেশে চালু করা হচ্ছে বলে জানা
গিয়েছে।
ফেসবুকে কথা বলা যেত আগে
থেকেই। অর্থাৎ ভয়েস কলিংয়ের
সুবিধা ছিল। এবার যোগ হল ভিডিও
কলিংয়ের সুবিধা। বেলজিয়াম,
কানাডা, ডেনমার্ক, ক্রোয়েশিয়া,
ফ্রান্স, আয়ারল্যান্ড, মেক্সিকো,
নাইজেরিয়া, নরওয়ে, পোল্যান্ড,
পর্তুগাল, আমেরিকা ও ব্রিটেনে এই
সুবিধা চালু করা হয়েছে।
এই সুবিধার জন্য দরকার হবে না কোনও
ওয়াই-ফাই কানেকশন। এই পরিষেবা
পেতে গেলে আপনার স্মার্টফোনে
থাকতে হবে মেসেঞ্জার অ্যাপের
লেটেস্ট ভার্সানটি।
নতুন ভার্সনের অ্যাপ খুললেই
ডানদিকে আসবে ভিডিও কলিংয়ের
অপশন। ক্লিক করলেই সেলফি মোডে
অন হয়ে যাবে ক্যামেরা। ক্যামেরার
উইন্ডোটি হাত দিবে এদিক-ওদিক
ঘোরানো যাবে সহজেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন