রবিবার, ১৭ মে, ২০১৫

বাংলাদেশে আসছে ভারতীয় মোবাইল ব্র্যান্ড ইনটেক্স

ভারতের বাজার জয় করে
এবার বাংলাদেশের বাজারে
যাত্রা শুরু করতে যাচ্ছে ভারতের
স্থানীয় শীর্ষ মোবাইল হ্যান্ডসেট
ব্র্যান্ড ইনটেক্স মোবাইল। ভারতের
অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড ইনটেক্স
টেকনোলজি, ১৯ বছর ধরে
তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবকের ভূমিকা
পালন করে আসছে।
ইনটেক্স টেকনোলজি (ভারত)
লিমিটেডের পরিচালক কেসব বনসাল
বলেন, বাংলাদেশে স্মার্ট ফোনের
একটি বিশাল সম্ভাবনাময় বাজার
রয়েছে, আমরা গত এক বছরে এর দ্রুত
বিস্তার দেখেছি।
বাংলাদেশে আমরা পরবর্তী ৬-৮ মাস
৩৬০ ডিগ্রি প্রচার চালাব যা
ক্রেতাদের কাছে ব্র্যান্ডের ইমেজ
এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। আমরা
গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড।
বাংলাদেশী গ্রাহকদের চাহিদা
অনুযায়ী আমরা সেট তৈরি করব।
অন্যান্য ব্র্যান্ড থেকে আমাদের অনেক
সুবিধা রয়েছে।
প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে ইনটেক্স
মোবাইল স্থানীয়ভাবে এক নম্বর
স্থানে রয়েছে। সর্বশেষ কিছুদিন আগে
এশিয়া মহাদেশের মধ্যে প্রথমবারের
মতো ফায়ারফক্স ওএস ফোন ইনটেক্স
ক্লাউড এফএক্স ভারতে চালু করলে
হৈচৈ তৈরি হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন