জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ
স্কাইপকে টেক্কা দিতে যাচ্ছে
সোশ্যল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
এবার বিশ্বের সব দেশে চালু হচ্ছে
ফেসবুকের নিজস্ব ভিডিও-কলিং
সুবিধা।
গত মাসে প্রথম ফ্রি ভিডিও কলিং
চালু করেছিল ফেসবুক। ইতিমধ্যেই
বেশ কয়েকটি দেশে তা চালু
রয়েছে। এবার সেই সুবিধা বিশ্বের
সব দেশে চালু করা হচ্ছে বলে জানা
গিয়েছে।
ফেসবুকে কথা বলা যেত আগে
থেকেই। অর্থাৎ ভয়েস কলিংয়ের
সুবিধা ছিল। এবার যোগ হল ভিডিও
কলিংয়ের সুবিধা। বেলজিয়াম,
কানাডা, ডেনমার্ক, ক্রোয়েশিয়া,
ফ্রান্স, আয়ারল্যান্ড, মেক্সিকো,
নাইজেরিয়া, নরওয়ে, পোল্যান্ড,
পর্তুগাল, আমেরিকা ও ব্রিটেনে এই
সুবিধা চালু করা হয়েছে।
এই সুবিধার জন্য দরকার হবে না কোনও
ওয়াই-ফাই কানেকশন। এই পরিষেবা
পেতে গেলে আপনার স্মার্টফোনে
থাকতে হবে মেসেঞ্জার অ্যাপের
লেটেস্ট ভার্সানটি।
নতুন ভার্সনের অ্যাপ খুললেই
ডানদিকে আসবে ভিডিও কলিংয়ের
অপশন। ক্লিক করলেই সেলফি মোডে
অন হয়ে যাবে ক্যামেরা। ক্যামেরার
উইন্ডোটি হাত দিবে এদিক-ওদিক
ঘোরানো যাবে সহজেই।
প্রজুক্তি ও নতুন বাংলাকে জানতে "টাইমস নিউজ বিডি" এর সাথেই থাকুন।
শুক্রবার, ২২ মে, ২০১৫
বিশ্বের সব দেশে চালু হচ্ছে ফেসবুকের নিজস্ব ভিডিও-কলিং
স্মার্টফোন ব্যবহারকারীদের কিছু ভুল ধারণা
ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট
বিজনেস ইনসাইডার সম্প্রতি প্রযুক্তি
বিষয়ক ভুল ধারণা নিয়ে একটি
প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে
থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের
ভুল ধারণাগুলো জেনে নিন।
চার্জ ফুল হওয়ার পরও চার্জে
লাগিয়ে রাখলে ব্যাটারি নষ্ট হয়
ব্যাটারির চার্জ পূর্ণ হয়ে গেলেও
অনেকেই চার্জার সরিয়ে নিতে
ভুলে যান এবং অনেক ক্ষেত্রে
দেখা যায় সারারাত ফোনটি
চার্জারের সঙ্গেই সংযুক্ত থেকে
যায়। অনেকেই ধারণা করেন, এতে
ফোনের ব্যাটারি মারাত্মক
ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এতে ব্যাটারির
ক্ষতি হওয়ার কোনো প্রমাণ এখন
পর্যন্ত মেলেনি।
স্মার্টফোনগুলোতে এখন লিথিয়াম-
আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় যা যথেষ্ট
স্মার্ট, তাই চার্জ পূর্ণ হয়ে গেলে
ব্যাটারিতে চার্জ হওয়া বন্ধ হয়ে
যায়।
ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ না হলে
চার্জ দেওয়া যাবে না
এটাও বেশ প্রচলিত একটি ভুল ধারণা
স্মার্টফোনের লিথিয়াম-আয়ন
ব্যাটারি সম্পর্কিত। ব্যাটারির চার্জ
সম্পূর্ণ শেষ হওয়ার আগেই চার্জ
দেওয়া শুরু করলে কোনো ক্ষতি নেই,
বরং তা ব্যাটারির আয়ুর পক্ষে
ভালো। চার্জ ধরে রাখার ক্ষমতা
পুরোপুরি হারানোর আগে
ব্যাটারিকে চার্জ চক্রের একটা
নির্দিষ্ট সীমা পার করতে হয়। এবং
এভাবে ধীরে ধীরে অনেকগুলো
সাইকেল পার হওয়ার পর ব্যাটারি
পুরনো হয়ে আয়ু কমতে থাকে। যখন
চার্জ পুরোপুরি শেষ হয়ে যায়, তখন
একটি চক্র শেষ হয়।
বেশি মেগাপিক্সেল মানেই উন্নত
ক্যামেরা
১২ মেগাপিক্সেল আর ৮
মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে
পার্থক্য কী? আদতে তেমন কোনো
পার্থক্য চোখে পড়ে না। ছবির মান
নির্ভর করে ক্যামেরা সেন্সর কী
পরিমাণ আলো গ্রহণ করে তার ওপর।
সাধারণত বড় সেন্সরে বড় পিক্সেল
থাকে এবং পিক্সেল যত বড় হয় এটি
তত বেশি আলো গ্রহণ করতে পারে।
তাই মেগাপিক্সেলের সংখ্যার
চেয়ে মেগাপিক্সেল আকার বেশি
গুরুত্বপূর্ণ। সুন্দর একটা ছবি তুলেতে
ক্যামেরার লেন্স, সেন্সর, আপনার
নিজের লাইটিং জ্ঞান এবং
ক্যামেরার ওপর দখল গুরুত্বপূর্ণ।
ডিসপ্লের রেজুলেশন বেশি হলে
ভালো
কয়েকজন বিশেষজ্ঞ যুক্তি
দেখিয়েছেন যে, স্মার্টফোনে
স্ক্রিন রেজুলেশনের বিষয়টি তেমন
কোনো বিষয়ই নয়। প্রযুক্তি
বিশেষজ্ঞদের বরাত দিয়ে
গিজমোডো ডটকমে বলা হয়েছে,
ডিসপ্লেতে প্রতি ইঞ্চিতে ৩০০
পিক্সেলের বেশি হয়ে গেলে
মানুষ আর খালি চোখে পার্থক্য
ধরতে পারে না। বিশেষজ্ঞরা
বলছেন, মানুষের চোখ যেহেতু একটি
নির্দিষ্ট পয়েন্টের পর আর
পিক্সেলের প্রভাব ধরতে পারে না
তাই রেজুলেশনের এই সংখ্যা
আসলে কোনো কাজে আসে কী
না, তা এখনো পরিষ্কার নয়। এ কারণে
অ্যাপলের মতো বেশ কয়েকটি
প্রতিষ্ঠান অধিক ঘনত্বের ডিসপ্লের
পরিবর্তে ব্রাইটনেস বা উজ্জ্বলতার
দিকে বেশি মনোযোগী হয়েছে।
ব্যবহারে ব্রেন ক্যানসার হয়
অনেকের মনে এমন ধারণা ঘুরপাক
খেলেও, এখন পর্যন্ত কোনো
গবেষণাতেই প্রমাণিত হয়নি যে,
মোবাইল ফোন থেকে নির্গত
স্বল্পমাত্রার তেজস্ক্রিয়তার কারণে
ক্যান্সার হতে পারে।
বুধবার, ২০ মে, ২০১৫
২০১৫ সালের সেরা কিছু অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন
বর্তমান বাজারে যেসকল
স্মার্টফোনগুলো পাওয়া যায় তাদের
মধ্যে তিনটি অপারেটিং সিস্টেমের
ফোন বেশি জনপ্রিয়। আইফোন,
অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ। আবার যদি
এই তিনটির মধ্যে র্যাংকিং করা যায়
তবে অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম বিশিষ্ট স্মার্টফোনই জয়
পাবে। আপনি কি জানেন অ্যান্ড্রয়েড
স্মার্টফোনগুলোর এত জনপ্রিয়তার
পেছনে ঠিক কোন কারণটি কাজ করে
থাকে? আমিই বলছি। অ্যান্ড্রয়েড
স্মার্টফোনগুলোর জনপ্রিয়তার পেছনে
মূলত সর্বোচ্চ কাস্টমাইজেশন অপশন,
সবচাইতে বেশি সংখ্যক অ্যাপ এবং এর
সহজলভ্যতাই কাজ করে থাকে। যত ধরণের
অপারেটিং বিশিষ্ট স্মার্টফোন
বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে
সেগুলোর মধ্যে সবচাইতে বেশি
অ্যাপলিকেশন অ্যান্ড্রয়েডের। কোন
ধরণের অ্যাপলিকেশন নেই
অ্যান্ড্রয়েডের জন্য! তাও আবার একই
ক্যাটাগরিতেই রয়েছে শত শত অ্যাপ
যার মধ্যে থেকে আপনার জন্য উপযুক্ত
অ্যাপলিকেশনটি আপনি সহজেই খুঁজে
পেতে পারবেন। আবার হাজার হাজার
অ্যাপ আছে বলেই যে ডেভেলপাররা
চুপ করে আছেন সেরকমও কিন্তু নয়। প্রায়
প্রতিদিনই ডেভেলপাররা তৈরি করে
আসছেন নতুন নতুন আইডিয়ার চমৎকার সব
অ্যাপলিকেশন। আর তাই ২০১৫ সালের
সেরা কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের
পর আবারো নতুন একটি ছোট্ট সিরিজ
নিয়ে আপনাদের সামনে হাজির হলাম
এবং তা হচ্ছে ২০১৫ সালের সেরা
কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন। চমৎকার
কিছু জনপ্রিয় অ্যাপলিকেশন নিয়ে
সাজাতে চেষ্টা করেছি ছোট্ট এই
সিরিজটি। আশা করি আপনাদের
ভালো লাগবে। চলুন তাহলে, শুরু করা
যাক।
ও হ্যাঁ, শুরু করার আগে আরও একটি বিষয়
মনে করিয়ে দেই। এই সিরিজের
প্রতিটি অ্যাপলিকেশনই আপনি
বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে
ডাউনলোড করে নিতে পারবেন। আর
যদি আপনাদের পছন্দ হয় তবে কিছু কিছু
অ্যাপলিকেশনের আবার প্রো বা
প্রিমিয়াম ভার্সনও পাবেন যাতে
আরও কিছু প্রিমিয়াম সুবিধা থাকবে।
Unclouded
আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে
রয়েছে অনেক রকম ক্লাউড স্টোরেজ
সুবিধা এবং সেগুলোর মধ্যে কিছু কিছু
ক্লাউড স্টোরেজ আবার বেশ জনপ্রিয়।
যেকোনো ডিভাইস এবং স্থানে দ্রুত
পার্সোনাল ফাইল বা ডকুমেন্টস এক্সেস
করার জন্য এই ক্লাউড সুবিধার জুড়ি নেই।
কিন্তু, সমস্যা হচ্ছে বর্তমানে দেখা
যায় একজন ব্যবহারকারী একই সাথে
বিভিন্ন ধরণের ক্লাউড সেবা ব্যবহার
করে থাকেন। যেমন ধরুন, আমিই গুগল
ড্রাইভ এবং ড্রপবক্স ব্যবহার করে থাকি।
এক্ষেত্রে আমি মাত্র দুটি ক্লাউড
স্টোরেজ সেবা ব্যবহার করি কিন্তু
অনেকেই আছেন অনেকগুলো ব্যবহার
করে থাকেন। এখন, ধরুন আপনার খুব দ্রুত
একটি ফাইল প্রয়োজন। সেই ফাইলটি
আপনি কোন না কোন অনলাইন ক্লাউড
স্টোরেজে আপলোড করে রেখেছেন
কিন্তু অনেকগুলো ক্লাউড সেবা ব্যবহার
করার ফলে আপনি মনে করতে পারছেন
না যে ঠিক কোন ক্লাউড স্টোরেজে
আপনি ফাইলটি রেখেছিলেন! সমস্যা,
তাই না? তবে এই সমস্যা থেকে
আপনাকে সহজেই সমাধান দিতে সক্ষম
Unclouded অ্যাপলিকেশনটি। এই
অ্যাপলিকেশনটি একই সাথে ড্রপবক্স,
গুগলড্রাইভ, জিমেইল এবং ওয়ান ড্রাইভ
সাপোর্ট করে থাকে। আপনি ইচ্ছে
করলেই এই অ্যাপলিকেশনটির মাধ্যমে
আপনার প্রিয় ক্লাউড স্টোরেজের সব
ডকুমেন্টস গুলো দেখতে পারবেন। শুধু
তাই নয়, এটি মূলত আপনাকে আরও
অ্যাডভান্স কিছু সেবা দিতে সক্ষম
যেমন, কোন ফাইলটি সর্বশেষ এডিট/
আপডেট করেছেন, ক্লাউড স্টোরেজের
কতখানি স্পেস আপনি ব্যবহার করেছেন,
একই ফাইল একের অধিক রয়েছে কি না
(ডুপ্লিকেট ফাইলস) এবং কোন কোন
ফাইলগুলো সবচাইতে বেশি জায়গা
দখল করছে ইত্যাদি তথ্য আপনার সামনে
প্রদর্শন করবে।
তবে একটা লিমিটেশন আছে এই চমৎকার
অ্যাপলিকেশনটির এবং তা হচ্ছে
যেহেতু অ্যাপলিকেশনটি ফ্রি, সেহেতু
আপনি ফ্রি ভার্সনে মাত্র দুটি
অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
দুটির বেশি অ্যাকাউন্ট ব্যবহারের
ক্ষেত্রে আপনাকে এর
অ্যাপলিকেশনটির প্রিমিয়াম
ভার্সনটি আনলক করতে হবে। আপনি
প্রিমিয়াম ভার্সন আনলক করলে অবশ্য
যে শুধু বেশি অ্যাকাউন্ট ব্যবহার করতে
পারবেন তাই নয়, সাথে আপনি পাবেন
অ্যাপলিকেশনটি পিন, প্যাটার্ন বা
পাসওয়ার্ডের সাহায্যে প্রোটেক্ট
করার সুবিধা, ডার্ক থিমসহ আরও কিছু
ফিচারস।
ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর
Dreamstime
আপনার
তোলা ছবি
বিক্রি করুন
Deramstime অ্যাপলিকেশনটি যে শুধুমাত্র
ফ্রি তাই নয়, বরং এটি আপনাকে আরও
আপনার তোলা ছবি বিক্রি করার
সুযোগ দিয়ে আপনাকে আর্থিক ভাবে
লাভবান করতে সক্ষম। এখনকার যুগের
চমৎকার কনফিগারেশন যুক্ত
স্মার্টফোনগুলোর ক্যামেরা ইউনিট হয়
বেশ শক্তিশালী, এবং
ব্যবহারকারীদের চাহিদার উপর লক্ষ্য
রেখেই কিন্তু চমৎকার এই ক্যামেরা
ইউনিটগুলো স্মার্টফোনে যুক্ত হয়েছে
কালের বিবর্তনে। আর যেহেতু
ব্যবহারকারীদের চাহিদার উপরেই মূলত
এর আগমন তাহলে বোঝাই যায় যে মানুষ
সেলফোনে ছবি তুলতে ভালোবাসেন।
আপনিও নিশ্চয়ই ভালোবাসেন
সেলফোনে ছবি তুলতে? তাহলে সেই
ভালোলাগার কাজ থেকে যদি দু
পয়সা কামিয়ে নেয়া যায় তাতে
ক্ষতি কি বলুন? আর ঠিক এই কাজটিই
করে আসছে Dreastime অ্যাপলিকেশনটি।
এই অ্যাপলিকেশনটি মূলত আপনাকে
আপনার ছবিগুলো ড্রিমসটাইমের স্টক
ফটোগ্রাফি আর্কাইভে আপলোড করার
সুযোগ দিয়ে থাকে যেখানে লাখ
লাখ মানুষ আপনার ছবিগুলোকে
দেখতে সক্ষম হবে এবং কিনতে
পারবে। চমৎকার একটি আইডিয়া
তাইনা? শুধু যে আপনি ছবি বিক্রিই
করতে পারবেন এই অ্যাপলিকেশনটির
মাধ্যমে তা কিন্তু নয়, আপনি আপনি
আপনার আপনার ছবির সেলের ট্র্যাক
রাখতে পারবেন এবং এটি আপনাকে
কীভাবে আপনার ছবিটিকে
প্রেজেন্ট করলে তা বেশি বিক্রি
হবার সম্ভাবনা থাকে সেরকম কিছু
টিপস দিয়েও আপনাকে সাহায্য করবে।
ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর
Drupe
আসলে চমৎকার এই অ্যাপলিকেশনটিকে
নিয়ে একটি ছোট আকারের আলাদা
রিভিউ করা সম্ভব এবং এর যতই প্রশংসা
করা যায় সবই মূলত সিম্পল এই
অ্যাপলিকেশনটি ডিজার্ভ করে। যাই
হোক, চমৎকার এই অ্যাপটি সম্পর্কে ছোট্ট
করেই কিছু বলি আপনাদের।
আপনার কন্টাক্ট লিস্টে অনেকেই
আছেন, তাইনা? কিন্তু লক্ষ্য করে
দেখবেন গড়ে একেক মানুষের সাথে
আপনি একেক ভাবে যোগাযোগ
করছেন। যেমন, আমার ক্ষেত্রেই ধরুন।
আমি কিছু ফ্রেন্ডের সাথে
যোগাযোগ করি ভাইবারে, আবার
কিছু ফ্রেন্ডের সাথে কথা হয় ফেসবুক
মেসেঞ্জারে, কাউকে দেই সেলুলার
নেটওয়ার্কের টেক্সট মেসেজ আবার
কাউকে দেই কল। এমন নয় যে যার সাথে
ভাইবারে যোগাযোগ হয় তাকে কখনও
ফোন দেয়া হয়না, তবে গড়ে দেখতে
গেলে দেখা যায় আমি বেশির ভাগ
সময়েই ভাইবারের বন্ধুগুলোর সাথে
ভাইবারের মাধ্যমেই যোগাযোগ
করছি। আর চমৎকার এই অ্যাপলিকেশনটি
আমাদের এই অভ্যাসটি দেখেই হয়তো
বানানো। Drupe -একই সাথে আপনার
কন্টাক্ট এবং মেসেজিং
অ্যাপলিকেশনগুলোকে ম্যানেজ করতে
সক্ষম। ড্রুপ অ্যাপলিকেশনটিতে আপনার
স্মার্টফোনের কন্টাক্ট গুলো থাকবে
স্ক্রিনের বামে এবং মেসেজিং বা
যোগাযোগের অ্যাপলিকেশন গুলো
থাকবে ডানে। আপনি শুধু আপনার
কন্টাক্টটি বের করে (যার সাথে
যোগাযোগ করতে চাচ্ছেন) ট্যাপ করে
সোয়াইপ করে কন্টাক্টটিকে ডান
পাশের যোগাযোগের মাধ্যমের উপর
(হতে পারে, মেসেঞ্জার, ভাইবার,
কল) ছেড়ে দিতে হবে। ব্যাস, খুব দ্রুত
সেই মানুষটির সাথে আপনার
নির্ধারিত যোগাযোগের
অ্যাপলিকেশনটির সাথে আপনি
কানেক্টেড হয়ে যাবে। আপনি চাইলে
অ্যাপলিকেশনটিকে আপনার স্ক্রিনের
যে কোন স্থানে এক্সেস দিতে
পারেন একটি ছোট্ট আইকন রাখার
যাতে করে যে কোন কাজ করার সময়
আপনি অ্যাপলিকেশনটি ব্যবহার করতে
পারেন। তাই আপনি যদি ইনস্ট্যান্ট
সবার সাথে বিভিন্ন মাধ্যমে
যোগাযোগ করে অভ্যস্ত হয়ে থাকেন
তবে আপনার জন্য এটা পারফেক্ট একটি
অ্যাপলিকেশন।
ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর
Skype
হয়তোবা আপনার কাছে কিছুটা
প্রেডিক্টেবল লাগছে এবং কিছুটা
অদ্ভুতও! স্কাইপ, এত পুরাতন একটি
অ্যাপলিকেশন কীভাবে ২০১৫ সালের
সেরা অ্যাপলিকেশনের তালিকায়
রাখলাম? প্রথমেই বলে রাখছি, ২০১৫
সালের সেরা বলতে কিন্তু ২০১৫
সালে বাজারে আসা বুঝানো
হচ্ছেনা, ২০১৫ সালে এ পর্যন্ত কোন
অ্যাপ গুলো সবচাইতে বেশি জনপ্রিয়
তাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে এর
মাধ্যমে। যাই হোক, যোগাযোগের
অনেক অনেক মাধ্যম তৈরি হলেও এখনও
পৃথিবীর যে কারও সাথে, পৃথিবীর যে
কোন প্রান্ত থেকে বিনামূল্যে (মূলত
বিনামূল্যে বললে ভুল হয় কেননা
এক্ষেত্রে আপনার ইন্টারনেট দরকার,
এবং ইন্টারনেটেও আপনাকে মাসিক
একটা বিল দিতে হয়; তবে যেহেতু
ইন্টারন্যাশনাল রোমিং চার্জ অনেক
বেশি এবং আপনি ইন্টারনেট শুধু
স্কাইপের জন্য ব্যবহার করবেন না বরং
ইন্টারনেট আছে বলেই স্কাইপ ব্যবহার
করবেন - তাই সেই হিসেবে
বিনামূল্যেই, কি বলেন?) যোগাযোগ
করার সবচাইতে ভালো পন্থা হচ্ছে
স্কাইপ। ২০০৩ সালে যখন স্কাইপ
ইন্টারনেটের দুনিয়ায় আসে, গ্রাহকরা
ব্যবহার করা শুরু করে ঠিক তখন থেকেই
স্কাইপের জনপ্রিয়তা আকাশচুম্বী, এবং
এতগুলো বছর পার হবার পরেও সেই
জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে
স্কাইপ সেবাটি। কর্মক্ষেত্রে যারা
রিমোটলি কাজ করেন এবং ডেইলি
বেসিসে হেড কোয়ার্টারের সাথে
যোগাযোগ রাখতে হয় তাদের জন্যেও
স্কাইপের জুড়ি নেই। অসাধারণ কিন্তু
সিম্পল এই অ্যাপলিকেশনটির মাধ্যমে
আপনি ভিডিও, ভয়েস কল এবং
মেসেজিং এর মাধ্যমে যোগাযোগ
করতে পারবেন। এছাড়াও আরও একটি
চমৎকার ফিচার রয়েছে এবং তা হচ্ছে
স্ক্রিন শেয়ার অপশনটি। অর্থাৎ, আপনি
ডেস্কটপে স্কাইপ ব্যবহার করার সময়
আপনার ডেস্কটপটিকে লাইভ প্রদর্শন
করতে পারবেন আপনার বন্ধুর সাথে।
চমৎকার একটি ফিচার তাইনা?
ডাউনলোড লিংক: গুগল প্লে স্টোর
শেষকথা:
ছোট্ট এই সিরিজের প্রথম পর্বে আজ
এতটুকুই থাক। সবই যদি আজই লিখে দেই
তাহলে তো আর আপনারা নতুন কিছুর
জন্য অপেক্ষা করে থাকবেন না। যাই
হোক, আগামী পর্বে আমার তালিকায়
থাকা নতুন কিছু অ্যাপলিকেশন নিয়ে
আপনাদের সামনে হাজির হবো।
ততদিনে ভালো থাকবেন।
খেয়াল করুন, ২০১৫ সালের বলতে আমি
এপর্যন্ত সকল জনপ্রিয় অ্যাপলিকেশনের
কথা বুঝিয়েছি, ২০১৫ সালেই নির্মিত
হয়েছে এরকম অ্যাপলিকেশনের কথা
বুঝাইনি।
ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হচ্ছে গেমস
সম্প্রতি মেসেঞ্জারকে
একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে
ঘোষণা দিয়েছিল ফেসবুক। আর এরপর
থেকে মেসেঞ্জার অ্যাপে বিভিন্ন
অ্যাপ যুক্ত করার সুবিধা চালু হয়। তবে
এবার মেসেঞ্জার প্ল্যাটফর্মে
বিভিন্ন গেমস যুক্ত করার পরিকল্পনা
করছে ফেসবুক।
এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন
গেম ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে
আলোচনা করার বিষয়টিও নিশ্চিত
করেছে এই সামাজিক যোগাযোগ
মাধ্যম। তবে মেসেঞ্জারে গেমস যুক্ত
করার কাজটি ঠিক কিভাবে করা হবে
কিংবা কবে নাগাদ এই পরিকল্পনার
বাস্তবায়ন ঘটবে, সে ব্যাপারে এখনও
কিছু জানা যায়নি।
বর্তমানে ৬০ কোটির বেশি মানুষ
মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করছেন। তবে
ফেসবুকের এই পরিকল্পনা বাস্তবায়িত
হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে
ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ম্যাশেবল
সোমবার, ১৮ মে, ২০১৫
গুগল সার্চে যুক্ত হচ্ছে কেনাকাটার বাটন
অ্যামাজনের সাথে
পাল্লা দিতে সার্চ জায়ান্ট
গুগল, আসছে সপ্তাহে তাদের সার্চ
রেজাল্ট পেজে 'বাই' বাটন যুক্ত
করতে যাচ্ছে।
কেনাকাটার বাটন যুক্ত করার ফলে
ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসে
বিভিন্ন পন্যের খোঁজ নিতে
পারবে। গুগল পেজের উপরে 'শপ অন
গুগল' বাটন দেখা যাবে। আর
ব্যবহারকারী এই বাটনে ক্লিক
করলে রিটেইলার সাইটে চলে যাবে।
ফলে রিটেইলার সরাসরি ক্রেতার
কাছে পৌঁছে যাবে। এই পদক্ষেপের
ফলে ই-কমার্স সাইটেও গুগলের
অবস্থান শক্ত করবে।
উল্লেখ্য, গুগলের এই শপিং
এক্সপ্রেস মার্কিন
যুক্তরাষ্ট্রের ম্যানহাটান,
শিকাগো, বোস্টন, ওয়াশিংটন,
ডিসি, এবং সান ফ্রান্সিসকো সহ
সাতটি বাজারে থাকবে।
নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করছে হুয়াওয়ে
চীনের স্মার্টফোন
নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে
এবার নিজেদের স্মার্টফোন
অপারেটিং সিস্টেম তৈরিতে
কাজ করছে। মূলত গুগলের
অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমের উপর থেকে
নির্ভরশীলতা কমাতেই কাজটি
করছে হুয়াওয়ে।
গত তিন বছর ধরেই হুয়াওয়ে এই
অপারেটিং সিস্টেম
ডেভেলপমেন্টের কাজ করছে বলে
জানা গেছে। চীনের একটি
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট
জানিয়েছে, হুয়াওয়ের এই
স্ট্যান্ড অ্যালোন অপারেটিং
সিস্টেমের নাম হতে পারে কিরিন।
আর এই ওএস ব্যবহার করে একটি
স্মার্টফোন বাজারে আনার
পরিকল্পনাও করছে হুয়াওয়ে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান
আইডিসি'র দেওয়া তথ্য অনুসারে,
বর্তমানে চীনের তৃতীয় বৃহত্তম
স্মার্টফোন নির্মাতা
প্রতিষ্ঠান হুয়াওয়ে।
রবিবার, ১৭ মে, ২০১৫
গুগলের দেখানো পথে হাঁটছে বিং
সার্চ র্যাংকিংয়ে
গুগলের পথে হাঁটছে বিং। গুগলের
দেখানো পথ অনুসরণ করে এবার
মোবাইল বান্ধব ওয়েবসাইট
শীর্ষস্থানে রাখার পরিকল্পনা করছে
মাইক্রোসফটের এই সার্চ ইঞ্জিন।
মাইক্রোসফট জানিয়েছে, স্মার্টফোন
এবং অন্যান্য মোবাইল ডিভাইসের
ব্যবহার দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। আর তাই
যেসকল ওয়েবসাইট কর্তৃপক্ষ এসব
ডিভাইসের উপযোগী করে তাদের
ওয়েবসাইট তৈরি করছেন, তার
স্বীকৃতি স্বরূপ এই সিদ্ধান্ত নিচ্ছে
প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো
হয়েছে, মোবাইল ফ্রেন্ডলি
ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম
দিকে জায়গা করে দিলেও সার্চ
কীওয়ার্ডের সাথে সংশ্লিষ্ট অন্যান্য
ওয়েবসাইটকে একেবারেই পেছনে
পাঠানো হবে না। এক্ষেত্রে দুই ধরণের
ওয়েবসাইটের মধ্যেই একটি ভারসাম্য
রক্ষা করা হবে।
আগামী কয়েক মাসের মধ্যেই এই
সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতে পারে
বলেও আভাস দিয়েছে মাইক্রোসফট।
দ্য ভার্জ অবলম্বনে
পরবর্তী আইফোনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা
আইফোনের ক্যামেরা
নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ ক্যামেরার মান নিয়ে
নয়, ৮ মেগাপিক্সেলের বেশি
ক্যামেরা সেন্সর ব্যবহার না করা
নিয়ে। তবে এবার সম্ভবত অ্যাপলের
বিরুদ্ধে আনা এই অভিযোগের দিন শেষ
হতে চলেছে।
চলতি বছরেই বাজারে আসছে
আইফোনের নতুন সংস্করণ। আইফোন ৬এস
কিংবা আইফোন ৬এস প্লাস, যে নামেই
আনা হোক না কেন, এতে থাকছে ১২
মেগাপিক্সেল ক্যামেরা। অনেকটা
নিশ্চিত করেই এ তথ্য জানিয়েছে
আইফোন প্রস্তুতকারকদের সাথে
সংশ্লিষ্ট একটি সূত্র।
তবে ওই সূত্র থেকে বিস্তারিত আর
তেমন কিছু জানানো হয়নি। এখন
অপেক্ষার পালা, অ্যাপলের নতুন এই
আইফোনের জন্য।
বাংলাদেশে আসছে ভারতীয় মোবাইল ব্র্যান্ড ইনটেক্স
ভারতের বাজার জয় করে
এবার বাংলাদেশের বাজারে
যাত্রা শুরু করতে যাচ্ছে ভারতের
স্থানীয় শীর্ষ মোবাইল হ্যান্ডসেট
ব্র্যান্ড ইনটেক্স মোবাইল। ভারতের
অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড ইনটেক্স
টেকনোলজি, ১৯ বছর ধরে
তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবকের ভূমিকা
পালন করে আসছে।
ইনটেক্স টেকনোলজি (ভারত)
লিমিটেডের পরিচালক কেসব বনসাল
বলেন, বাংলাদেশে স্মার্ট ফোনের
একটি বিশাল সম্ভাবনাময় বাজার
রয়েছে, আমরা গত এক বছরে এর দ্রুত
বিস্তার দেখেছি।
বাংলাদেশে আমরা পরবর্তী ৬-৮ মাস
৩৬০ ডিগ্রি প্রচার চালাব যা
ক্রেতাদের কাছে ব্র্যান্ডের ইমেজ
এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। আমরা
গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড।
বাংলাদেশী গ্রাহকদের চাহিদা
অনুযায়ী আমরা সেট তৈরি করব।
অন্যান্য ব্র্যান্ড থেকে আমাদের অনেক
সুবিধা রয়েছে।
প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে ইনটেক্স
মোবাইল স্থানীয়ভাবে এক নম্বর
স্থানে রয়েছে। সর্বশেষ কিছুদিন আগে
এশিয়া মহাদেশের মধ্যে প্রথমবারের
মতো ফায়ারফক্স ওএস ফোন ইনটেক্স
ক্লাউড এফএক্স ভারতে চালু করলে
হৈচৈ তৈরি হয়ে যায়।
শনিবার, ৯ মে, ২০১৫
আজ থেকে ফ্রি ইন্টারনেট চালু হলো বংলাদেশে
আজ থেকে রবি সিম দিয়ে "internet.org" এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সকল রবি গ্রাহক।
প্রাথমিক ভাবে এই সুবিধা রবি গ্রাহকদের দেওয়া হচ্ছে।পরবর্তিতে সকল ছিম এ দেওয়া হতে পারে।
এন্ড্রইড স্মার্ট ফোনে এই সুবিধা পেতে হলে play store থেকে "internet.org" নামক এই App টি নামাতে হবে।
সবাই ভাল থাকবেন।
"শাকিল"
সোমবার, ৪ মে, ২০১৫
এখন, রবিতে, কোনো, শর্ত, ছাড়াই, আবার, উপভোগ, করুন, আনলিমিটেড, ফ্রি, ফেসবুক, ও, মেসেঞ্জার, ( যারা জানেন না তাদের জন্য)
আর নয় আপনাদের অপেক্ষা। এখন
কোনো শর্ত
ছাড়াই আবার উপভোগ করুন
আনলিমিটেড ফ্রি ফেসবুক
ও
মেসেঞ্জার। এক্টিভেট
করতে
ডায়াল করুন *৮৪৪৪*০০#
এই অফারটি অপেরা মিনি
সহ
যেকোনো ব্রাউসার এ
উপভোগ
করতে পারবেন।